সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

IPL 2025: Ashutosh Sharma led Delhi Capitals to a thrilling last over Victory against Lucknow Super Giants

খেলা | ছক্কার বৃষ্টি বইয়ে দিল্লিকে জেতালেন আশুতোষ, একবেলা খাবারের জন্য আম্পায়ারিংও করেছেন দিল্লির ক্রিকেটার

KM | ২৫ মার্চ ২০২৫ ১৩ : ৪২Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: ছক্কা মারায় দক্ষ আশুতোষ শর্মা। কেউ কেউ তাঁকে ছক্কা-মেশিন বলেও আখ্যা দেন। সেই আশুতোষ শর্মা আইপিএলের পৃথিবীতে ফের ছক্কার বৃষ্টি বইয়ে দিলেন। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে এলএসজি-কে হারিয়ে জয়ের স্বাদ পেল দিল্লি। যে ম্যাচ চলে গিয়েছিল লখনউয়ের সাজঘরে, সেই ম্যাচ বের করে আনেন আশুতোষ। 
 
ছক্কা মারায় তাঁর সহজাত দক্ষতা রয়েছে। ব্যাট হাতে নামলেই তিনি মারমুখী ব্যাটিং করেন। তাঁর ছক্কাগুলো আছড়ে পড়ে গ্যালারিতে। আশুতোষের পাওয়ারহিটিংয়ে জোরে দিল্লি ক্যাপিটালস অসম্ভবকে সম্ভব করে ফেলে। টি-টোয়েন্টি ফরম্যাটে ৩২টি ম্যাচে ৬১টি ছক্কা মেরেছেন তিনি।

আশুতোষের জীবন মোটেও সহজ সরল নয়। বরং তাঁর জীবন কণ্টকাকীর্ণ। অধিকাংশ সময়ই খাবার পয়সা থাকত না পকেটে। একবেলা খাবার সংগ্রহের জন্য ক্রিকেটের পাশাপাশি আম্পায়ারিংও করতে হয় আশুতোষকে। জীবন যে কোন দিকে মোড় নেয়, তা কেউ বলতেই পারেন না। 
লখনউ বনাম দিল্লি ম্যাচে শেষ হাসি যে তোলা থাকবে দিল্লি ক্যাপিটালসের জন্য, তা কি আগাম কেউ ভেবেছিলেন? 

ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে নেমেছিলেন আশুতোষ। দিল্লি তখন ৫ উইকেট ৬৬। ২১০ রান করে ম্যাচ জেতা তখন অসম্ভব বলেই মনে হচ্ছে। অতি বড় দিল্লি ভক্তও  মনে করেননি এই ম্যাচ জিতে যাবে। ক্রিকেট যে মহান অনিশ্চয়তার খেলা। কখন কোন দিকে খেলার মোড় বাঁক নেবে, তা কেউই জানেন না। 

প্রথম ২০ বলে আশুতোষ করেন ২০ রান। জেতার জন্য  ৫ ওভারে দরকার সেই সময়ে ৬২ রান। পরের ১১ বলে পাঁচ-পাঁচটি  ছক্কা মেরে ৪৬ রান করেন তিনি। দিল্লিও ম্যাচ জিতে যায়। ৩১ বলে ৬৬ রান করে দলকে ম্যাচ জিতিয়ে তবেই শান্ত হন আশুতোষ শর্মা। 

মধ্যপ্রদেশের অনামী-অখ্যাত রাতলামে জন্ম আশুতোষের। ক্রিকেটের সেরকম পরিকাঠামো নেই। আট বছর বয়সে শহর ছেড়ে তিনি চলে যান ইন্দোরে। দশ ফুট বাই দশ ফুটের এক কামরায় থাকতেন। খাবারের টাকাও থাকত না তাঁর কাছে। অর্থের জন্য, খাবারের জন্য, আম্পায়ারিং করতেন আশুতোষ।

২০১৮ সালে মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে খেলার সুযোগ পান। ২০১৯ সালে মধ্যপ্রদেশের হয়ে ২৩৩ রান করেন। এরপরেও আশুতোষকে দলে নেওয়া হয়নি। এরপর প্রায় চার বছর শীর্ষ পর্যায়ের ক্রিকেটে খেলার সুযোগই পাননি তিনি। 

২০২৩ সালে রেলওয়ের হয়ে খেলার সুযোগ পান আশুতোষ। রেলওয়ের হয়ে মুস্তাক আলি ট্রফিতে ১১ বলে পঞ্চাশ করেন। টি–টোয়েন্টিতে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম পঞ্চাশের রেকর্ড গড়েন তিনি। ওই ইনিংসের পরে তাঁর উপরে আলো ছড়িয়ে পড়ে। নজরে পড়ে যান  পাঞ্জাব কিংসের। ২০ লক্ষ টাকার বিনিময়ে পাঞ্জাব দলে নেয় তাঁকে।

২০২৪ সালের আইপিএলে ৯ ইনিংসে ১৮৯ রান করেন। আশুতোষের ব্যাটিং  নজরে পড়ে যায় সবার।  ৩ কোটি ৮০ লক্ষ টাকার বিনিময়ে দিল্লি দলে নেয় আশুতোষকে। প্রথম ম্যাচেই দিল্লিকে অবিশ্বাস্য জয় এনে দেন আশুতোষই। পরের ম্যাচগুলোয় গোটা দেশের ক্রিকেটভক্তরা যে আশুতোষের দিকেই তাকিয়ে থাকবে, তা বলাই বাহুল্য। 

 


Delhi CapitalsAshutosh SharmaIPL 2025

নানান খবর

নানান খবর

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

সোশ্যাল মিডিয়া